বিষাদের বিশদ ধারাভাষ্যে মনমরা বিশ্বে
দিশেহারা সামনের রাজপথে।
সাবধানতার লাগামে বেঁধে প্রাণটাকে দিলাম সান্ত্বনা।
কিছুটা আরামে হাত-পা প্রসারণের
ইচ্ছেতে উজ্জ্বল হয় মনন,
মননশীলতায় সৃজনের অবিরল ধারায়
ভাসতে ভাসতে ভাসতে
ঐ তো ঐ তো লাইট হাউস।
গন্তব্যের কাছাকাছি এসেও তরীটি কেন দিগভ্রান্ত?
এইসব এলোমেলো ভাবনার অন্তরালে
কখনো পা টলমল, কখনো বুক দুরুদুরু!
তবে কি নসীবে ঝুলছে সলিলসমাধি?
তবে কি দূর হবে না আঁধি?
সাতপাঁচ নানা চিন্তার ফাঁকে তবে কি দুরারোগ্য হবে ব্যাধি?