ভালবাসি | ভালবাসি
এ সুন্দরী পৃথিবীরে আমি ভালোবাসি
সর্ব্ব দেহ মন প্রাণ দিয়ে
তাই তার তুচ্ছতম জীর্ণ পাতাটি’র
ছেড়ে নাহি যেতে সরে মন
বুক দিয়া আঁকড়িয়া থাকি
নিশিদিন তার প্রতি অকিঞ্চিৎ বাণী
লিখে রাখি মর্ম্মের পাতায় |
কোথা মোর গ্রন্থি বাঁধা
তার সনে, কেহ নাহি জানে
গোপন মরম তলে
কোন্ গূঢ় অন্তরঙ্গ ডোরে !
তাই দুজনার বুক একসাথে
কাঁপে দুরু দুরু
তাই আর নির্নিমেষ নয়নের
পড়েনা নিমেষ
ছেড়ে যেতে অশান্ত ক্রন্দন তাই |
তবু—
জানি আমি একদিন
স্তিমিত চোখের শেষ
অশ্রুভরা দৃষ্টিটুকু রেখে
ছেড়ে যেতে হবে |
শিথিল হাতের মুঠি
যাবে খুলে
এই পরিচয় শেষ হবে,
এত চেনা এত জানাজানি
কানে-কানে কওয়া কত চুপিচুপি কথা
বুকে বুকে বয়ে যাওয়া বাসনার বেগ
সব লয়ে চলে যেতে হবে |
বুঝি সেই বিদায়ের দিনটিরে স্মরি’
আজি পৃথিবীর চোখ
গোপন অশ্রুর ভারে করে ছলছল
তাই নিত্য আনন্দ উত্সব মাঝে
বিদায়ের সুর
হাসিটিরে করে সুমধুর,—সকরুণ |
তাই
আরো কাছে সরে যেতে চাই
ইচ্ছা করে সব বাধা ঘুচে যাক্
তাহার ধূলার সাথে ধুলি হয়ে
আলো হয়ে তার আলো সাথে
মগ্ন হয়ে রই শুধু
অপূর্ব্ব আনন্দ-চেতনায়– !
ফাল্গুনের গন্ধভরা ছায়ামাখা
আবেশে বিহ্বল দু পহরে—
মনে পড়ে অকস্মাৎ, ছেড়ে যেতে হবে
সেই বার্ত্তা আসে যেন ঝরে’—পড়া মলিন পাতায়
জীবনের অবশেষ গানে |
মনে হয় – আজও আমি ‘ভালো করে’
তাহারে যে চিনি নাই
জানি নাই পাই নাই তাহারে যে প্রাণ ভরি’
কেমনে এ অসমাপ্ত পরিচয় ফেলে রেখে
যাব চলি নিরুত্তর বিস্মৃতির মাঝে— ?
আজও বাকি সব কথা
অসম্পূর্ণ আজও সব গান
রহস্য গুন্ঠন খুলি আজও প্রিয়া ভালো করি
দেখায়নি মুখ
আজো তারে বুঝি নাই !
অশ্রুসাগরের দুই পারে
অন্তহীন বিরহের যুগ যুগান্তর
কাটাতে হবে কি লয়ে
এই শুধু অসম্পূর্ণ পরিচয়টুকু ?
এক পারে প্রিয়া মোর
দুদণ্ডের জানা
আর পারে আমি—
অশেষ বিরহী !
জীবনের দেবতারে কহি
এই যাওয়া এত সত্য যদি
তবে কেন দিলে ভালবাসা
প্রিয়ারে পাঠালে কেন
দু দণ্ডের তরে,
ভঙ্গুর এ খেলাঘরে মিছে— |
কেন কন্ঠে গান দিলে
বুকে প্রাণ
চক্ষে দিলে আলো
কেন প্রেম দিলে ?
কিন্তু বুঝি এই নয়—
বুঝি আমি বার বার আসিয়াছি
পৃথিবীর বুকে
বারে বারে ভাল বাসিয়াছি
জন্ম মৃত্যু এরা যেন দিন আর রাত্রি
প্রাণ মম তার মাঝে যাত্রী যেন
চির অভিসারে |
প্রিয়া বুঝি চলে সাথে সাথে
শুধু যবে অন্ধকারে
চিনিতে না পারি
কেঁদে কই— এই বুঝি শেষ |
বুঝি মোর চেনা হলো
তার সাথে বারেবারে নূতন করিয়া
বারে বারে পাই তারে পুনঃ ছেড়ে যাই
আবার নূতন করে’ চাই
নূতন জীবনে |
তারে মোর হলোনাক চেনা
বুঝি এই অন্তহীন আনাগোনা হলোনাক
তাই পুরাতন !