বলছে কথা শুনেছি কানে
বুক ঢিপ ঢিপ জয়গানে
কথার ফাঁদেই বিপদবরণ
কেউ ভালো নয় নিত্যস্মরণ।
কাঁপছে গলা ডাকছি তোকে
প্রাণ বিষময় বলবো কাকে
আর পারিনা বিপদহরণ
আয় কাছে আয় করছি স্মরণ।
কাব্য ছেড়ে এবার তন্ত্রসাধন
ধরবো কষে পঞ্চমুন্ডির আসন
খড়্গ হাতে রণচন্ডী আয় মা
যেন জাল-জালিয়াতি পায়না ক্ষমা।
মোহন বাঁশি অসুর বাজায়
মুখোশে ঢেকে মানুষ সাজায়
হায় বোকারাম বুঝবি কবে
চিতার আগুন জ্বলবে যবে ?
অক্ষরগুলোয় বিষ ঢেলে দে
সত্য নাচুক পরোমানন্দে
আয়, মরার আগে ফোঁস করে যাই
মানুষ তবে যদি বিবেক জাগাই।
আসুক সুখ,হাসুক মুখ,নির্মল হোক ধরণী
সংসার হোক সুখের সৌধ সুখী হোক সব ঘরণী
সূর্য শিখায় জাগরিত হোক বুকে চাপা স্বপ্ন অনন্ত
উদ্ভাসিত হোক সার্থক প্রেম,সোহাগে ভাসাক নব বসন্ত।