উন্নয়ন জোয়ারে আজ
হলো সবুজ দূর,
বৃষ্টি কোথা হারিয়ে গেছে
নেই রাখালি সুর।
কাটছে গাছ বুজছে জলা
উষ্ণায়ণ ছায়,
কমলো ছায়া বিহগ কত
হারায় কোথা হায়।
পৃথ্বী পরে গরম মরু
তপ্ত বায়ু ধায়,
তুষার গলে সাগর জলে
উঁচাই বাড়ে তায়।
বিপদ বুঝি আসছে দ্বারে
ডুববে ধরা জলে,
শহর গ্ৰাম জল জোয়ারে
যাবে এবার তলে।
এসো আজকে শপথ নিয়ে
রোপণ করি গাছ,
পরিবেশের বিকাশ হবে
স্বস্তি ধরা মাঝ।