নক্ষত্রের জলসাঘরে অনাহুত আমি,
অজস্র ভীড়ে হারাতে হারাতে
তরঙ্গ ছুঁয়েছে নিমজ্জিত সকাল।
পাহাড়ের পাথর চুঁইয়ে নামে
শীতল জলের হরিণী কথকতা,
মনের নিবিড় গভীর থেকে উঠে আসে
হারিয়ে যাওয়া একরত্তি সুখের হাহাকার।
হ্রস্ব হয়ে আসে উচ্ছ্বাসের ব্যাপ্তি,
ঘুরপাক খায় আমার দুধ সাদা বিছানায়,
ক্রমশঃ হারিয়ে যায় বিষন্ন মাঠে…..
যদি ফিরে আসে মিত্রাক্ষর ছন্দ;
তুমি থেকো উদ্ভাসিত
নীরব জলসাঘরে…