আকাশ জোড়া ঘর আমার ,
ক্ষেত জোড়া খামার ।
পরিশ্রমে ফসল ফলাই ,
মাঠ ভরা ধান, কলাই ।
পাকলে ফসল, সবটাই ,
নিয়ে যায় , পেয়াদায় ।
সুদ বাবদ করলো আদায় ,
গোলা ভরা ধান ।
ভগবানের স্বর্নালী দান ,
এখন জমিদারের দখলে ।
আমি চাষী মাটির কোলে ,
জমি চষি চোখের জলে ।
সোনার ফসল যখন ফলে ,
পঙ্গপাল দলে দলে ,
লুঠতে এসে যায় ।
চোখ রাঙিয়ে বলে আমায় ,
সুদ বকেয়া গতবারের ।
তাই, এসব কিছুই জমিদারের ।