গুহার মুখে আলো জ্বাললো সে,
গুহার ভেতরে বাইরে মেয়ের শরীর বেয়ে পিছলে পড়ছে
ভয়ংকর সৌন্দর্য্যের এক বিপরীতমুখী তীব্র ভয়াল চিৎকার।
মেয়েটা প্রদীপ জ্বাললেই
ওঙ্কার ধ্বনির মতো ধ্বনিত হচ্ছে,
“তমসো মা জ্যোতির্গময়”।
মাঝ রাতে নিশ্ছিদ্র অন্ধকারে প্রদীপ হাতে প্রায়ই হেঁটে যায়
এক অদ্ভুত নির্জন উপত্যকায়।
সলতে হীন প্রদীপের মুখে লেগে থাকে মানবতার আলো।
এমনি করেই প্রদীপ জ্বেলো।
গুহার অন্ধকারকে পিচ্ছিল না করে একবার বলো,
” অন্ধজনে দেহ আলো।”
উফঃ কি তীব্র যন্ত্রণা__
সারা পৃথিবী কি এখন গুহার অন্ধকারে ছেয়ে আছে?
আলো জ্বেলো সুরঙ্গমা,
তুমিই তো আলোকবর্তিকা।