ভীষণ রকম জ্ঞানের বাণী
আঘাত হানে মনে
ফুল নয় গো বিঁধলো কাটা
দেহের বৃন্দাবনে
বললে আমায় এত্তো বলি
আছিস তবু পড়ে
আমি হলে আজ এখানেই
যেতাম বুঝি মরে
এমন কথা যেই না শোনা
পেলাম মনে ব্যাথা
মরেই গেলাম পটাশ করে
এমনতরো কথা?
সেই থেকে যে আত্মা হয়ে
ঘুরছি হেথা সেথা
এই গাছেতে ওই গাছেতে
বাঁধছি নিজের বাসা
আজব রকম করছি যে কাজ
দেয় না কেউ আর বকে
মন্ত্রতন্ত্র আসলে কানে
একটু যে যাই কেঁপে
এমনিতে আজ দিব্য আছি
আগের থেকে সুখে
মরণ থেকেই বাঁচার অঙ্ক
নিলাম আমি শিখে
মনের মতোন শ্যাওড়া গাছে
আছি এখন সুখে
রাত হলে রোজ হাওয়ায় ভাসি
গালভরা সব মিথ্যে কথা, লেগেই থাকে মুখে
শুধু একটা জিনিষ আজও পারি না
করতে নয়কে ছয়
এখন পিছে আর লেগো না
দেখিয়ে দেবো ভয়