আমি বাংলায় বাস করি
আমি বাংলায় কথা বলি ।
আমি এই বাংলার আলপথ ধরে
হেঁটে হেঁটে ঘুরে মরি ।
দেখেছি অনেক শাপলা পদ্ম
বাংলার পথে পথে ,
আরও দেখেছি নিরন্ন শিশু
সেই পথেরই ধারে ।
আমি রাগ করি বাংলায়
আমি ভালোবাসি বাংলায় ।
আমার সব স্নেহ আছে বাংলাতে
আমার সব দুঃখ সে’ও বাংলাতে ।
আজ যেখানে আমি আছি
সেখানেও বাংলা ভাষা বাছি ।
আজ দুটো লাইন লিখছি
সেটাও বাংলা শব্দে করছি ।
বাংলা আমার মাতৃদুগ্ধ
ভুলে যাই কি করে ?
সেই দুধের যে পুষ্ট আমি
বলি গর্ব ভরে ।
বাঙালি আমি থাকব ততদিন
যতটা বাঙালি থাকি ।
তুমিও বাঙালি, আমিও বাঙালি
এই পরিচিতি রাখি ।