আমি পারবো না আর কবিতা লিখতে
আমি পারবো না ওভাবে আর কলম নিয়ে যুদ্ধ করতে
কিসের এত প্রতিবাদ ?
কিসের এত হাঁকা হাঁকি ?
কি কিসের এত ডাকাডাকি ?
কিসের এত লেখালেখি ?ওগুলো শুধুই বকবাস।
এগুলোর কোন দাম নেই
এগুলোর কোন মান নেই
এগুলো কেউ কেউ করতে হয় তাই করে
এগুলো কেউ কেউ লিখতে হয় তাই লেখে
আদতে এই সমাজে এগুলোর কোন গুরুত্বই নেই
নাহ্,
ভাবছি আজ থেকে আর কোনই কবিতা লিখব না
কি হবে ওসব লিখে ?
কি হবে কবিতায় বিদ্রোহ করে ?
কি হবে কবিতায় প্রতিবাদের ঝড় তুলে ?
ওগুলো সবই বেকার ভাবনা
নাহ্ ; নাহ্ ; ও পথে আর যাব না।
এই চতুর লোকদের মাঝে…..
কবিতা লিখলেই আমাকে সবাই পাগল বলে
এই শয়তানদের মাঝে…..
ভগবানের নাম করলে আমাকেও তারা শয়তান বলে
এদের সামনে শয়তানেরাই ভালো আছে
এই ভালো থাকার শয়তানেরাই দল বেঁধে নাচে
আমি কিছু পাওয়ার লোভে,খাওয়ার লোভে ঐ দলে ভিড়ে যেতে পারবো না
মনুষত্ব পুরোপুরি জলাঞ্জলি দিয়ে বেঁচে থাকতে পারবো না..
পারবো না। পারবো না। পারবনা।