সমস্ত প্রতিবাদ ও চেতনা
ঘুমিয়ে পড়েছে ,
ঘুমিয়ে আছে বরফে ,
বরফিলি নদীর জলে
কিন্তু তারা ফুটবে
জাগবে , টগবগিয়ে ফুটবে
যখন ফিরবো আমি
নিরাপদ সমতলে
সেই ফোটার জন্য
লাগবে না কোনো লাইটার
দেশলাই
অথবা গ্যাস সিলিন্ডার
পাথরের ঠোকাঠুকিতে
জ্বলে আগুন
তেমনই শক্তিশালী
আমার শব্দভান্ডার
পাঠকের হৃদয় লাইনে
তখন অনন্ত কালবৈশাখী
মাতাল হাওয়ায় হবে জাগ্রত
কোটি উদ্ধত বুড়ো আঙুল
উদ্ধত আঙুলের সংখ্যা ,
গুনতে গুনতে জেনে যাবো
আমার চেতনা কতো গভীর
প্রতিবাদ কতো না সফল
তারপর ঘুমতে যাওয়ার আগে
বেশি নয়, বাধ্য দুটি পেগ
এরপর নিশ্চিন্ত ঘুমের মধ্যে
পরবর্তী সর্বনাশের অপেক্ষা
সর্বনাশ আসতে যদি দেরি হয়
যদি না থাকে নিম্নচাপ
নিজেই ভেঙে দিই পাখির বাসা
চেতনার সুষ্ঠ প্রতীক্ষা