আমি আর তুই একলা বিকেল
বৃষ্টি ভেজা ঘাট,
করছে খেলা পায়ের তলে
দুলছে জলকপাট।
আমি আর তুই মুক্ত আকাশ
কাঠ ছুঁয়ে আফরোজ,
আঁধার ঘেরা ঘাস পাহাড়ে
সন্ধ্যে তারার খোঁজ।
কাগজ জাহাজ মেঘ পেরিয়ে
যাত্রী আমি তুই,
নিচে দেখি সাদা সাগর
আজব সবকিছুই।
শীত সকালে আর বিকেলে
রাস্তা জমজমাট,
শুকনো পাতা প্রেম ছড়িয়ে
ভেজায় প্রতি বাট।
বালুচরে পায়ের ছাপে
দুইয়ে দুইয়ে চার,
সেই নোনা জলে মিলন লেখা
এমনই অধিকার।
সবুজ ঘাসে সুরের বাসে
কণ্ঠ জাদু তোর,
সেই গানটা শুনবো বলে
রাত পেরিয়ে ভোর।