আমি নারী
লাজে ঢাকি তনু,
সততায় ঢাকি চরিত্র,
সরলতায় করি মাখামাখি,
দৃপ্ততা রাখি ওষ্ঠে।
স্পর্ধায় করি উন্নত শির,
অস্ত্র ধরি অন্যায়ে,
প্রতিবাদ শানাই অহংকারে,
নতি হই সততায়।
নিজেকে খুঁজে পাই শিশুর হাসিতে,
প্রৌঢ়ের অবলম্বনে,
নির্যাতিতার বসনে,
নিপীড়িতের ক্রন্দনে।