Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আবির্ভাব || Abirbhab by Rabindranath Tagore

আবির্ভাব || Abirbhab by Rabindranath Tagore

বহুদিন হল কোন্‌ ফাল্গুনে
ছিনু আমি তব ভরসায় ;
এলে তুমি ঘন বরষায় ।
আজি উত্তাল তুমুল ছন্দে
আজি নবঘন – বিপুল – মন্দ্রে
আমার পরানে যে গান বাজাবে
সে গান তোমার করো সায়
আজি জলভরা বরষায় ।

দূরে একদিন দেখেছিনু তব
কনকাঞ্চল – আবরণ ,
নবচম্পক – আভরণ ।
কাছে এলে যবে হেরি অভিনব
ঘোর ঘননীল গুণ্ঠন তব ,
চলচপলার চকিত চমকে
করিছে চরণ বিচরণ ।
কোথা চম্পক – আভরণ !

সেদিন দেখেছি খনে খনে তুমি
ছুঁয়ে ছুঁয়ে যেতে বনতল ,
নুয়ে নুয়ে যেত ফুলদল ।
শুনেছিনু যেন মৃদু রিনি রিনি
ক্ষীণ কটি ঘেরি বাজে কিংকিণী ,
পেয়েছিনু যেন ছায়াপথে যেতে
তব নিশ্বাসপরিমল ,
ছুঁয়ে যেতে যবে বনতল ।

আজি আসিয়াছ ভুবন ভরিয়া
গগনে ছড়ায়ে এলোচুল ,
চরণে জড়ায়ে বনফুল ।
ঢেকেছে আমারে তোমার ছায়ায়
সঘন সজল বিশাল মায়ায় ,
আকুল করেছ শ্যাম সমারোহে
হৃদয়সাগর – উপকূল
চরণে জড়ায়ে বনফুল ।

ফাল্গুনে আমি ফুলবনে বসে
গেঁথেছিনু যত ফুলহার
সে নহে তোমার উপহার ।
যেথা চলিয়াছ সেথা পিছে পিছে
স্তবগান তব আপনি ধ্বনিছে ,
বাজাতে শেখে নি সে গানের সুর
এ ছোটো বীণার ক্ষীণ তার—
এ নহে তোমার উপহার ।

কে জানিত সেই ক্ষণিকা মুরতি
দূরে করি দিবে বরষন ,
মিলাবে চপল দরশন ?
কে জানিত মোরে এত দিবে লাজ ?
তোমার যোগ্য করি নাই সাজ ,
বাসর – ঘরের দুয়ারে করালে
পূজার অর্ঘ্য – বিরচন—
একি রূপে দিলে দরশন ।

ক্ষমা করো তবে ক্ষমা করো মোর
আয়োজনহীন পরমাদ ,
ক্ষমা করো যত অপরাধ ।
এই ক্ষণিকের পাতার কুটিরে
প্রদীপ – আলোকে এসো ধীরে ধীরে ,
এই বেতসের বাঁশিতে পড়ুক
তব নয়নের পরসাদ—
ক্ষমা করো যত অপরাধ ।

আস নাই তুমি নবফাল্গুনে
ছিনু যবে তব ভরসায় ,
এসো এসো ভরা বরষায় ।
এসো গো গগনে আঁচল লুটায়ে ,
এসো গো সকল স্বপন ছুটায়ে ,
এ পরান ভরি যে গান বাজাবে
সে গান তোমার করো সায়
আজি জলভরা বরষায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *