সত্যি বলতে কি, আজ আর ভালো লাগছে না ।
মনের ভিতরে কল্পনাগুলো ঠিক জাগছে না ।
ক্লান্ত শরীর , মন বিমূর্ষিত ।
পুব আকাশের সূর্য এখন পশ্চিম আকাশে অস্তমিত ।
সন্ধ্যা হয়েছে, শেষ বেলা ।
ধূসর পৃষ্ঠা এখনও টেবিলে মেলা ।
কলম কালি বর্ণহীন ।
মন মাঝারে কল্পনার অবস্থা সঙ্গীন ।
অক্ষরহীন পৃষ্ঠা একেবারেই ফাঁকা ।
কিছু লিখব বলে এখনও টেবিলে রাখা ।
কিন্তু লিখতে পারছি না কিছুতেই ।
আমার কি তবে সৃষ্টিশক্তি আর বেঁচে নেই ?
সৃজনশীলতা কি তবে মৃত ?
নাকি ক্লান্তিতে শায়িত ?
মনের বিহনে মুখটা ভার ।
না, ভালো লাগছে না আর ।