পোশাক আশাক ভালো হলেই
হয়না কভু মানুষ ভালো,
কথাবার্তায় শ্লীলতাহীন
ভেতর যদি থাকে কালো।
পিতামাতা সৎ হলে যে
সন্তানে পায় সঠিক শিক্ষা,
বিনম্রভাব আচরণের
পিতামাতাই দেন যে দীক্ষা।
সত্য ন্যায়ে চলতে শেখান
মানবিক জ্ঞান হুঁশ টা নিয়ে,
সমাজ হিতে ভাবতে শেখান
বিবেক বোধের পরশ দিয়ে।
অসহায় ও দুর্গতদের
বলেন সদা সহায় হতে ,
সকল কাজে সবার সাথে
চলতে মিলে প্রীতির রথে।
জীবনটাকে তুলতে গড়ে
সাহস রেখে লড়াই করে ,
পিতামাতার আদর্শেতে
চলতে শেখে শ্রদ্ধা ভরে।