হিসাব চাইলে মিলিয়ে দেব অক্ষরে অক্ষরে পথের দিশা,
ভয় পেলেও থাকব বসে বাতায়ন খুলে সর্বনাশা।
শাল-শিমুলের শীতল ছায়ায় খাম-খেয়ালী সন্ধ্যাবেলায়,
সাতকাহনের বোঝা ঘাড়ে প্রশ্ন সাজাই চোখের তারায়।
জল হারিয়ে মেঘেরা আজ জমেছে মনের ভেজা পথে,
একটা দুটো তিনটে করে কাদা ঝেড়ে চোখের দীঘিতে।
অসম্ভবের গল্প সাজায় ফেরারী দিনের চেনা ঈর্ষায়,
চিৎকারে সে জানতে চায় পথ উৎস থেকে কোন মোহনায়?
জন্মাবধি তপ্ত বালিতে চলেছি হেঁটে আজও নিভৃতে ,
আস্তিন জুড়ে মাখিয়েছি কাদা সরিয়ে জঞ্জাল সকল বাধা।