দুর্বার ঝর্ণা বুকের ভিতর তোর
রুমঝুম নুপুর খেলছে ওই পায়
ভুপালীর সুর কোকিলের কন্ঠ
রেওয়াজে পরিযায়ী পাখিরাও গায়।
সোনাঝুরি, জারূলে শ্যামলিমা চারিদিক
ঝিরিঝিরি বৃষ্টি ভেজা মিষ্টি সুবাস ভাসে
পথগুলো জড়িয়ে আমার পায়ের কাছে।
ঘন গম্ভীর ধ্যানমগ্ন বিম্বিত জলধারা
অপরূপ শোভা নীল নদী পাগলপারা,
কলং এর পানি হলো আজ রঙিন
ছিল সাদামাটা চেহারায়।
হলো যে ভোর প্রসারিত দোর
চেয়ে দেখ কবি জগৎ সৃষ্টির গান গায়!