ভবের মাঝে জীবন রাজে
স্বল্প মেয়াদ ধরে,
যেতেই হবে কেউ না রবে
এই ভুবনের পরে।
আসলে একা যাবেও একা
কেউ সাথে না যাবে,
থাকবে পড়ে সম্পদ ঘরে
দুখে খাবি খাবে।
স্বল্প কালে জীবন ভালে
দম ফুরালে পরে,
ছাড়বে মায়া ত্যেজবে কায়া
যাবে শ্মশান ঘরে।
আসলে শমন ঘনায় মরণ
ছাড়বে বাড়ি গাড়ি,
কালের ডাকে জীবন বাঁকে
পড়বে যবে দাড়ি।
দয়াল বিনে নাইরে সাথী
অমোঘ সত্য জেনো,
তাঁর চরণে নাম স্মরণে
পরম প্রাপ্তি মেনো।