এমন নিদারুণ বৈশাখী দিনে
বুক ফাটা মাটি তৃষিত নয়নে
চাতক হৃদয়ে বারেবারে
বৃষ্টি কে ডাকে।
ওগো, মেঘে বৃষ্টি?
দূর দিগন্তে ব্যকুল ঝড়!
ধারালো বৃষ্টির ফোঁটায়
দুচোখের আকুলতায়,
ভেজায় মাটির স্তর।
প্রিয় জুঁই ফুল কিংবা
সোঁদা মাটির গন্ধে
মাদকতা ছড়ায়।
বিলম্বিত সুরে এসো
অভিমানীনি বৃষ্টি,
রাত্রির অন্ধকারে বুকে,
জনশূন্য পথে অনাসৃষ্টি!
মেঘ ঈশান কোণে কালো,
তুমিই প্রকৃতি মেঘ- বৃষ্টি হয়ে,
আকাশ কে আগলে রেখো।