জমাট বাঁধা অভিমান
মনে করিয়ে দেয় টেথিস সাগরের কথা ,
হয়তো আবার একটা হিমালয়ের সৃষ্টি হবে।
হিমালয় জানে ওর জন্ম কথা
ওকে জিজ্ঞাসা করে দেখো!
তুমি বলবে ওটা ওর অহংকার
আসলে তুমি অভিমান আর অহংকারের
পার্থক্যটাই বোঝো না!
তোমাকে ঠিক মানুষ বলে মনে হয় না
মানুষের মতো দেখতে তুমি আসলে একটা যন্ত্র মানব ।
যন্ত্র মানব যেমন আবেগ, অনুভূতি, ব্যথা, যন্ত্রণা
কিছুই অনুভব করতে পারে না,
তোমাকেও ঠিক তাই মনে হয়
একটা যন্ত্র মানব।
হিমালয়ের চূড়ায় যখন প্রথম সূর্যের আলো এসে পড়ে
তখন সে খিলখিলিয়ে হেসে ওঠে
কেন জানো তো!
সূর্য ওর অভিমান কিছুটা হলেও গলিয়ে দিতে পারে
আর ওর সেই গলিত অভিমান ঝর্ণা হয়ে ঝরে পড়বে
শিখর চূড়া থেকে
তারপর তা নদীতে, নদী থেকে সাগরে,
সাগর থেকে মহাসাগরে গিয়ে মিলিত হবে
ওর গন্তব্য স্থলে।