চোখের সামনে না থাকলে চোখ কি
তোমায় ভোলে?
বনবাদাড়ে ঝোপজঙ্গলে হাজার হাজার ভীড়ে
ছবিখানিই দোলে।
সকাল-বিকেল কতভাবেই গাছটি থেকে
ফলটি পেড়েছি
ফলের স্বাদ-আস্বাদে আহা-উঁহু পেখম মেলে
কত-ই না নেচেছি।
এখন না হয় ভাঙছে ঢেউ হৃদয়ে এই সময়ে
কদিন ধরে
ঘষে মেজে ওসব তুলতে গিয়ে কাঁপছি বড়ই
স্মৃতির জ্বরে।
না-বলা সব পলগুলোতে বন্ধু ছিল সাথে
মনের মতন রথ
এক নিমেষে এক ফুঁয়েতে উড়েই যেতাম
বহু দূরের পথ।
আজকে পাথর খুব রুদ্র হয়ে নামছে বুকে
এই সায়ংকালে
কারোর কাছে ভার নামানোর অয়ন খুঁজি
প্রেমের মিষ্টি আলে।