কার কাছে তুমি বাড়িয়েছো হাত?
সেই হাতে নাড়ু পেলে
কতটা থাকবে তুমি সহজ স্বাভাবিক?
এভাবে আপদের থেকে ত্রাণ খুঁজে পেতে
কতটা ক্ষমতা আছে তোমার অধীনে?
সেসব বেমালুম হজম করে পারবে কি
তুমি এড়াতে ভয়াল সংকট কাল?
একরাশ ভাবনা-চিন্তার সড়ক ধরে
এগোতে এগোতে ওই দূরে দৃশ্যমান
সুন্দরের উপাসক।
ওখানেই আছে বিশ্বের সমুদয়
ভালবাসার ডালপালা,
তার নির্ভরতায় শিশুর মতন সারল্য
অচিরে ছড়ায় আলো,
মনের গড়নে অসুখী পথিকও
বারংবার বলে, জ্ঞানের প্রদীপ জ্বালো।