হয়তো আমার ঘুম কমেছে
স্বপ্ন দেখি কম,
নিশ্বাসেরই কষ্টে, রাতে
আটকে আসে দম!
“দম মারো দম, “? কক্ষনো নয়,
গঞ্জিকা সেবনে
পঞ্জিকা? তার হিসাব তো নাই
ছেড়েছি কোন সনে!
বছর ত্রিশেক কম করে তাও
ধূম্রজালে বোনা,
নাট্যমঞ্চ – অতীত কবে
স্টেজের প্রতি কোনা
দাপিয়ে বেড়াই? আজ তা তো নয়,
পলিউশনের স্মগে
খকর খকর কাশির দমক
প্রাণ যেন যায় ভোগে!
রাতের বেলার সংলাপ তাই
“ইনহেলারটা কোথা?”
দেরী হলেই আত্মা ডরায় –
পাঁজর ছাড়ার কথা!….
তাই তো! তবু স্বপ্ন দেখি
ঘুমিয়ে নয় জেগে
অপেক্ষমান প্রহর গুনি
আরোগ্যেরই, রেগে!
সবার শিকে দিব্যি ছেঁড়ে
আমার ছেঁড়ে কই?
তোমাদের এই অভিযোগটা
পৌঁছাতেই জেগে রই!
পড়েই চলি, পড়িই কেবল
লিখি তেমন কই?
তাই বলে যে হাল ছেড়েছি
সে বান্দা তো নই!
বন্দে ভারত রেলওয়ে ট্র্যাকে
দর্পভরে একা
টানছে গয়া প্যাসেঞ্জার সে
এমন তোরা দেখা?
টানছি সততারই সাথে
বিশাল মনের জোরে,
আটকে যাবে সব এক্সপ্রেস
আটকাবে কে মোরে?
আর এই জোরটা পাই সে কোথা??
স্বপ্নদেখার দোরে –
অপেক্ষার অবসান কেবলই
আশার তিথিডোরে!