আজও বয়ে বেড়াই পুরনো আবেগের যন্ত্রণা,
রোজ ডানা ঝাপটে চলি রোজনামচার অগ্নিশিখায়,
জীবন শুধু সংখ্যার নামতা এবং গণিত নয়,
কেবলই যোগ বিয়োগের নিরন্তর অনুশীলন মাত্র।
স্বপ্ন আজও বন্দী সোনার খাঁচায়,
দীর্ঘ মেয়াদী মৌন বিষাদে ছিটিয়ে দিই এক আঁজলা রোদ্দুর,
ভরসা যোগায় ভয়ডরহীন ছায়াহীন মাঝদুপুর,
প্রান্তিক বেলা আসি আসি করেও থমকে দাঁড়ায়,
সব পাখিগুলো এখনও খুঁজে পায়নি কুলায় ফেরার পথ।
অপেক্ষায় রয়েছি যাত্রা নির্দেশের-
অনেকেই দাঁড়িয়ে আছে সবুজ বাতির প্রতীক্ষায়,
সরলরেখা বরাবর সাজিয়েছি শ্যাওলার পুরু আস্তরণ,
ধার করা পরিযায়ী জীবন থেকে একমুঠো উচ্ছ্বাস বুকে জড়িয়ে ধরি,
কড়িবরগার প্রান্ত থেকে উত্থিত অশ্বত্থ গাছের এখন ভরা সংসার।