একটা সুন্দর সমাজ ব্যবস্থা ছিল,
গাছ-গাছালি ফলে-ফুলে ভরা ছিল,
সুনীল আকাশে বলাকাদের ভীড় ছিল,
তটিনীর অন্তর পলি নুড়ি মুক্ত ছিল,
ফেনিল সাগর সৈকত রঙিন ঝিনুক পূর্ণ ছিল,
শিক্ষা জগত স্বচ্ছ দুর্নীতি মুক্ত ছিল,
মানুষের মুল্যবোধ দর্পণের মত
নির্মল ছিল,
হঠাৎ কি যে অঘটন ঘটে হায়,
কি করে সবকিছু রাতারাতি পালটিয়ে যায়,
এক মায়াবিনী মানবীর কালা
যাদুস্পর্শে,
সামাজিক মানুষেরা চোখে দ্যাখে ফুল সর্ষে,
অবিচার অনাচার ভরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে,
যেখানে বাঘের ভয় সেখানেই
হয় সন্ধে,
রক্ষক হয় ভক্ষক দেশের প্রতি কোনে,
বিশ্বাস হারায় প্রজারা জনে জনে,
বিষ নিশ্বাসে পরিবেশ হয় কলুষ যুক্ত,
সবুজ ক্ষেত, সুনীল আকাশ
তটিনী নয় দুষন মুক্ত,
রূদ্ধশ্বাস শিক্ষা সংস্কৃতির অঙ্গনে দুর্নীতির রমরমা,
সাম্রাজ্যের মন্ত্রী সান্ত্রী পাইক
পেয়াদা শেয়ালমামা।