তোমার বুকের জ্যোৎস্নায়
চাঁদের সাঁতার জল
কোমরে দুলছে
আকাশ নীল শাড়ি
হাজার তরঙের নদী
অনুবাদ তোমাকে
নূপুর নুপূর শ্বাস কথা
আবার ফিরেছে বসন্ত
বনের শাখায় শাখায়
কাজল এঁকেছে হরিণ চোখ
ফুলেরা হয়েছে ভ্রমর
গুন গুন গান ফুলদের ঠোঁটে
বুকের দুই প্রজাপতি বনে
ঝরছে মধু,মদও
সন্ধ্যার বাড়ি ফেরা
বকদের মালা
হৃদয় ই পৃথিবীর অদ্বিতীয় প্রেমিক