ব্যর্থ তীর আবার বুমেরাং!
ভীরু চাউনি যথা-তথা নেয় কুড়িয়ে
আধপোড়া অভিজ্ঞতা-ভয়াল শবদেহ।
শজারুর কাঁটা পুঁতেছে যে মহাজনের
শৌখীন বিলাসী পুতুলখলা,
তাঁর ঠিকানা অস্তিত্ববিহীন, আন্দাজের
গভীর সুড়ঙ্গে চুপচাপ বসে পাই খুঁজে
একজোড়া জমাট রক্ত নিরেট-নিগাহ।
অতঃপর বিলোল ভাবনারা প্রজেক্টটার যন্ত্রে
ঝাঁক ঝাঁক ছোঁড়ে কার্তুজ।ঝাঁঝরা হয় হৃদয়।
প্রত্যাশার শান্ত কান্ত ঔরসে
যথার্থ শরখানি ছুঁড়তে ভোলে না গর্বী শেরশাহ।