চারপাশে যে দিকেই তাকাই শুধুই চোরাবালি,
বাঁচার কোনো পথই খোলা নেই।
তবু প্রাণপন চেষ্টা করে যাচ্ছি এই চোরাবালি থেকে মুক্তির।
কখন যে কিভাবে এই চোরাবালির মাঝে এসে পড়লাম
বুঝে ওঠার সময় টুকুও পেলাম না।
হয়তো এটাই জীবনের কঠিনতম পরীক্ষা !
তবে আমিও হাল ছেড়ে দেব না,
শেষ পর্যন্ত লড়াই করে যাব
এই কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তবেই ক্ষান্ত হব।
চোরাবালির গহ্বরে দম বন্ধ হয়ে মরবো না
মুক্ত আকাশে প্রাণ ভরে নিঃশ্বাস নেব।
আমার অধিকারের যতটুকু নিঃশ্বাস বরাদ্দ
তার একবিন্দুও ছাড়বো না।
এটাই আমার অঙ্গীকার..।