প্রতিটি পথের বাঁকে ঘুমায় রজনী-
চড়াই উৎরাই শেষে শান্ত দিঘির জলে
ঢেউ ভাঙ্গে বাতাসের মৃদু কম্পনে,
এখন বড্ড শীত করে !
হৈমন্তী বিকেল গুলো ডরায় গোধূলির অস্তরাগে,
দ্রুত সন্ধ্যা নামে, রাত্রি প্রলম্বিত, গভীর তমসাচ্ছন্ন,
নিশি বক ডেকে যায় পূব থেকে পশ্চিম আকাশে-
আমি শুধু ছুঁয়ে থাকি আলোর তরঙ্গ
বাতাসের কানে কানে সবুজ ইশারা মিশে যায়
তোমার উষ্ণতা মিশে যাক এই দেহের ভিতরে
শুদ্ধতা পাবে মন প্রজ্জ্বলিত অগ্নি শিখায় !