এখন আর মেঘ করে না কথায় কথায় ;
আজও আসে অকাল শ্রাবণ রাত দুপুরে ;
মেঘ পিওয়ের ডাক পাঠানো বৃষ্টি খামে ,
আকাশ ফুঁড়ে হল্লা করা মেঘের দল ।
এখন আর মন ভেজেনা তেমন করে ,
শরীর বেয়ে গড়িয়ে পড়ে নোনতা ধারা ,
ক্যাকটাসের ঐ তীক্ষ্ণ দহন হৃদয় জুড়ে ,
বৃষ্টি নামুক মন পাড়াতে তোর ইশারায় ।
আবার কোনো বৃষ্টি দিনের তুমুল ঝড়ে ,
নিত্য দিনের সাতকাহন সব যাক না উড়ে ;
সময় চুপে অষ্টাদশীর বিহন বেলায় ,
আয় ফিরে তুই ভিজিয়ে দিতে লাল পলাশ ।
তোর বুকের ঐ গহীন দীঘির শাপলা হবো ,
প্রেম বিলোবো অষ্টপ্রহর প্রবল সুখে ।
মন খারাপের দিস্তা যত বৃষ্টি ভিজে ,
উড়নচন্ডী বৃষ্টি নোলোক একলা মেয়ে ।