আজি গোলাপ কেন রাঙা হয়ে
উঠল প্রভাতে!
হাজার ফুলের মধ্যিখানে
নূতন শোভাতে!
পক্ষঘেরা আঁখির পাতে
স্বপন লেগেছিল রাতে,
চাঁদ বুঝি তায় চুমেছিল
নিশির সভাতে!
তাই সে অধর কাঁপছে বুঝি
স্বপ্নে পাওয়া পরশ খুঁজি!
অরুণ হয়ে উঠছে সে কার
পরাণ লোভাতে!
















Previous
Next