“যুগান্তের যবনিকা পারে” উপন্যাসটি বিখ্যাত ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও শিশুসাহিত্যিক আশাপূর্ণা দেবী দ্বারা রচিত। উপন্যাসটির শুরু নিম্নবর্ণিত :
শীতের স্থির গঙ্গা, ঈষৎ শীর্ণও কিন্তু বড় নির্মল। ভোর দুপুরের রোদ ওই নির্মল জলধারার মৃদু মৃদু তরঙ্গের উপর যেন আলোর ঝিলিক হানছে।
এই গঙ্গার উপর একটি প্রাসাদতুল্য বাড়ি সগর্বে আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে। গঙ্গাবক্ষের নৌকারোহীরা ওর দিকে তাকিয়ে একবার তারিফ না করে পারে না।
উপন্যাসের পরের অংশটি পড়ার জন্যে নিচের লিঙ্কে ক্লিক করুন।
সংক্ষিপ্ত বিবরণ:
বইয়ের নাম : যুগান্তের যবনিকা পারে (Juganter Jobonika Pare)
লেখিকা : আশাপূর্ণা দেবী (Ashapurna Devi)
জনার্স (Genres) : উপন্যাস (Novel)
মোট পাতা : 182
PDF Size : 6