অন্যান্য রচনা
হিমালয়ের ভয়ংকর
হত্যা হাহাকারে
সত্যিকার দানব-দানবী
রহস্যের আলো-ছায়া
রক্তপাঞ্জা
যক্ষপতির রত্নপুরী
মেঘদূতের মর্ত্যে আগমন
মুখ আর মুখোশ
মানব দানব
ময়নামতীর মায়াকানন
ভৌতিক, না ভেলকি
ভেনাস ছোরার রহস্য
বিখ্যাত চোরের অ্যাডভেঞ্চার
ফরাসি বিপ্লবে বাঙালির ছেলে
প্রশান্তের আগ্নেয়-দ্বীপ
প্যারিসের কুব্জ-রাজা
প্যারির বালক বিভীষিকা
পৃথিবীর প্রথম গোয়েন্দা কাহিনি
নবযুগের মহাদানব
ডবল মামলার হামলা
টেলিফোনে গোয়েন্দাগিরি
জয়ন্তের প্রথম মামলা
জয়ন্তের কীর্তি
গুহাবাসী বিভীষণ
গুপ্তধন
কে
কিং কং
কাচের কফিন
একরত্তি মাটি
একখানা উলটে-পড়া চেয়ার
এ-যুগের সবচেয়ে বড় ডাকাত
ইয়াঙ্কি খোকা-গুন্ডা
আধুনিক রবিনহুড
অসম্ভবের দেশে
অলৌকিক বিভীষিকা
অলৌকিক
অমৃত-দ্বীপ
অমানুষিক মানুষ
অদৃশ্য মানুষ

কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের || Rabindranath Thakur
কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে,পিয়ালগুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে॥বরষনের

ঢাকাই রসিকতা || Tarapada Roy
ঢাকাই রসিকতা কলকাতা থেকে যেমন কলকাতিয়া কিংবা কলকাত্তাই, ঢাকা থেকে

দুঃখের তিমিরে যদি জ্বলে || Rabindranath Thakur
দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলোকতবে তাই হোক।মৃত্যু যদি কাছে

কার হাতে এই মালা || Rabindranath Thakur
কার হাতে এই মালা তোমার পাঠালেআজ ফাগুন দিনের সকালে।তার বর্ণে

আমার মাথা নত করে দাও || Rabindranath Thakur
আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।সকল অহংকার

যে রাতে মোর দুয়ারগুলি || Rabindranath Thakur
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়েজানি নাই তো তুমি এলে

গুরু-শিষ্য সংবাদ || Tarapada Roy
গুরু-শিষ্য সংবাদ এবারের আলোচনা লেখাপড়া, পড়াশুনা নিয়ে। অবশ্য এসব পাণ্ডিত্যপূর্ণ

আনন্দগান উঠুক তবে বাজি || Rabindranath Thakur
আনন্দগান উঠুক তবে বাজিএবার আমার ব্যথার বাঁশিতে।অশ্রুজলের ঢেউয়ের ‘পরে আজিপারের

হে চিরনূতন, আজি এ দিনের প্রথম || Rabindranath Thakur
হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানেজীবন আমার উঠুক বিকাশি

আজ খেলা ভাঙার খেলা খেলবি আয় || Rabindranath Thakur
আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়।সুখের বাসা ভেঙে ফেলবি আয়।মিলনমালার

জিরো জিরো গজানন || Adrish Bardhan
জিরো জিরো গজানন ত্রিশূল এর আমন্ত্রণ জিরো জিরো গজানন পরপর

বেদনা কী ভাষায় রে || Rabindranath Thakur
বেদনা কী ভাষায় রেমর্মে মর্মরি গুঞ্জরি বাজে॥সে বেদনা সমীরে সমীরে

মোর হৃদয়ের গোপন বিজন ঘরে || Rabindranath Thakur
মোর হৃদয়ের গোপন বিজন ঘরেএকেলা রয়েছ নীরব শয়ন’পরে—প্রিয়তম হে, জাগো

ভেজা চপ্পল || Tarapada Roy
ভেজা চপ্পল এই বর্ষায় সর্বানন্দ খুব সর্দিকাশিতে ভুগল। একটু জ্বর

ইয়াঙ্কি খোকা-গুন্ডা || Hemendra Kumar Roy
ইয়াঙ্কি খোকা-গুন্ডা ইয়াঙ্কি বলে ডাকা হয়, আমেরিকানদের। আর গুন্ডা কাকে

পূর্বগগনভাগে || Rabindranath Thakur
পূর্বগগনভাগেদীপ্ত হইল সুপ্রভাততরুণারুণরাগে।শুভ্র শুভ মুহূর্ত আজি সার্থক কর’ রে,অমৃতে ভর’

আজি কোন্ ধন হতে || Rabindranath Thakur
আজি কোন্ ধন হতে বিশ্বে আমারেকোন্ জনে করে বঞ্চিত–তব চরণ-কমল-রতন-রেণুকাঅন্তরে

তোমার এই মাধুরী ছাপিয়ে || Rabindranath Thakur
তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে,আমার প্রাণে নইলে সে কি

পেয়েছি সন্ধান তব অন্তর্যামী || Rabindranath Thakur
পেয়েছি সন্ধান তব অন্তর্যামী, অন্তরে দেখেছি তোমারে॥চকিতে চপল আলোকে, হৃদয়শতদলমাঝে,হেরিনু

গানের ঝরনাতলায় তুমি || Rabindranath Thakur
গানের ঝরনাতলায় তুমি সাঁঝের বেলায় এলে।দাও আমারে সোনার-বরন সুরের ধারা

মাঝে মাঝে তব দেখা পাই || Rabindranath Thakur
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?কেন মেঘ

জয় তব বিচিত্র আনন্দ || Rabindranath Thakur
জয় তব বিচিত্র আনন্দ, হে কবি,জয় তোমার করুণা।জয় তব ভীষণ

পদ্মাসন || Tarapada Roy
পদ্মাসন সকালবেলা বাজার করতে দেরি হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি দাড়ি কামিয়ে

তোমার আনন্দ ওই এল দ্বারে || Rabindranath Thakur
তোমার আনন্দ ওই এল দ্বারে, এল এল এল গো। ওগো

ডমরুডিহির ভূত || Syed Mustafa Siraj
ডমরুডিহির ভূত এক বিজ্ঞানীরা কৃত্রিম পদ্ধতিতে প্রাণ সৃষ্টির জন্য হন্যে

তোর ভিতরে জাগিয়া কে যে || Rabindranath Thakur
তোর ভিতরে জাগিয়া কে যে,তারে বাঁধনে রাখিলি বাঁধি।হায় আলোর পিয়াসি

লহো লহো, তুলে লহো নীরব বীণাখানি || Rabindranath Thakur
লহো লহো, তুলে লহো নীরব বীণাখানি ।তোমার নন্দননিকুঞ্জ হতে সুর

তোমার কথা হেথা কেহ তো বলে না || Rabindranath Thakur
তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে

অমল কমল সহজে জলের কোলে || Rabindranath Thakur
অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া,ফিরে না সে

বৈশাখ হে মৌনী তাপস কোন্ অতলের বাণী || Rabindranath Thakur
বৈশাখ হে, মৌনী তাপস, কোন্ অতলের বাণীএমন কোথায় খুঁজে পেলে।তপ্ত

তুমি জাগিছ কে || Rabindranath Thakur
তুমি জাগিছ কে?তব আঁখিজ্যোতি ভেদ করে সঘন গহনতিমিররাতি ॥চাহিছ হৃদয়ে

এস এস বসন্ত ধরাতলে || Rabindranath Thakur
এস’ এস’ বসন্ত, ধরাতলে–আন’ মুহু মুহু নব তান, আন’ নব

শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে || Rabindranath Thakur
শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব’লে,রাজপুত্র, কোথা হতে হঠাৎ এলে চলে॥সাত-সমুদ্র-পারের

হৃদিমন্দিরদ্বারে বাজে সমুঙ্গল শঙ্খ || Rabindranath Thakur
হৃদিমন্দিরদ্বারে বাজে সমুঙ্গল শঙ্খ ॥শত মঙ্গলশিখা করে ভবন আলো,উঠে নির্মল

ফাগুনের নবীন আনন্দে || Rabindranath Thakur
ফাগুনের নবীন আনন্দেগানখানি গাঁথিলাম ছন্দে॥দিল তারে বনবীথি কোকিলের কলগীতি,ভরি দিল

প্রেমে প্রাণে গানে গন্ধে || Rabindranath Thakur
প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকেপ্লাবিত করিয়া নিখিল দ্যুলোক-ভূলোকেতোমার অমল

হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু || Rabindranath Thakur
হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু,ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত,হল রোমাঞ্চিত

এ আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে || Rabindranath Thakur
এ আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে,এ দেহমন ভূমানন্দময় হবে

আজি মেঘ কেটে গেছে সকালবেলায় || Rabindranath Thakur
আজি মেঘ কেটে গেছে সকালবেলায় ,এসো এসো এসো তোমার হাসিমুখে–এসো

ভ্রমণকাহিনী || Tarapada Roy
ভ্রমণকাহিনী (১) বিশাল বিমানের একপ্রান্তে জানলার পাশে কম্পিত হৃদয়ে বসেছিলাম।

গাও বীণা– বীণা, গাও রে || Rabindranath Thakur
গাও বীণা– বীণা, গাও রে।অমৃতমধুর তাঁর প্রেমগান মানব-সবে শুনাও রে।মধুর

ফাঁদ পাতা ভুবনে || Tarapada Roy
ফাঁদ পাতা ভুবনে ‘মায়ার খেলা’র সেই আশ্চর্য গানটিকে হালকা আলোচনার

ইঁদুর ও মদিরা || Tarapada Roy
ইঁদুর ও মদিরা চঞ্চলা পাঠিকা, এই বিদ্যাবুদ্ধির এ রকম অপ্রাকৃত

জয়ন্তের কীর্তি || Hemendra Kumar Roy
জয়ন্তের কীর্তি রহস্যময় চুরি সকালবেলা। শীতকাল। খিড়কির ছোট বাগানের একপাশে,

ডাকিছ শুনি জাগিনু প্রভু || Rabindranath Thakur
ডাকিছ শুনি জাগিনু প্রভু, আসিনু তার পাশে।আঁখি ফুটিল, চাহি উঠিল

শ্রাবণমেঘের আধেক দুয়ার ওই খোলা || Rabindranath Thakur
শ্রাবণমেঘের আধেক দুয়ার ওই খোলা,আড়াল থেকে দেয় দেখা কোন্ পথ-ভোলা

আমার মাঝে তোমারি মায়া || Rabindranath Thakur
আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি কবি।আপন-মনে আমারি পটে আঁকো

রূপ || Shirshendu Mukhopadhyay
বেশিদিন নয়, বছর খানেক বেশিদিন নয়। বছর খানেক। কীরকম আলাপ?

বাঁধন ছেঁড়ার সাধন হবে || Rabindranath Thakur
বাঁধন ছেঁড়ার সাধন হবে,ছেড়ে যাব তীর মাভৈ-রবে ॥যাঁহার হাতের বিজয়মালারুদ্রদাহের

স্বপ্নে আমার মনে হল || Rabindranath Thakur
স্বপ্নে আমার মনে হল কখন ঘা দিলে আমার দ্বারে, হায়।আমি

এই-যে তোমার প্রেম || Rabindranath Thakur
এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ,এই-যে পাতায় আলো নাচে সোনার বরন॥এই-যে

হায় হেমন্তলক্ষ্মী তোমার নয়ন || Rabindranath Thakur
হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা–হিমের ঘন ঘোমটাখানি ধুমল রঙে

তিতলিপুরের জঙ্গলে || Syed Mustafa Siraj
তিতলিপুরের জঙ্গলে ০১. সময়টা ছিল ডিসেম্বরের মাঝামাঝি। কর্নেল কোন সূত্রে

রাতের আতঙ্ক || Adrish Bardhan
রাতের আতঙ্ক রবিবার সকাল। দূরদর্শনে মহাভারতের পাট চুকে গেছে। সাপ্তাহিক

তিমিরদুয়ার খোলো || Rabindranath Thakur
তিমিরদুয়ার খোলো– এসো, এসো নীরবচরণে।জননী আমার, দাঁড়াও এই নবীন অরুণকিরণে

শাঙনগগনে ঘোর ঘনঘটা || Rabindranath Thakur
শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে।কুঞ্জপথে, সখি, কৈসে যাওব অবলা কামিনী

শান্তি করো বরিষন নীরব ধারে || Rabindranath Thakur
শান্তি করো বরিষন নীরব ধারে, নাথ, চিত্তমাঝেসুখে দুখে সব কাজে,

নয়ন ছেড়ে গেলে চলে || Rabindranath Thakur
নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে–তোমায় আমি হারাই যদি তুমি

শুধু কি তার বেঁধেই তোর কাজ ফুরাবে || Rabindranath Thakur
শুধু কি তার বেঁধেই তোর কাজ ফুরাবেগুণী মোর, ও গুণী!বাঁধা

পাটিগণিত || Tarapada Roy
পাটিগণিত আমাকে যাঁরা বাল্যকাল থেকে ভালভাবে চেনেন, তাঁদের অধিকাংশই কালক্রমে

হার মানালে গো || Rabindranath Thakur
হার মানালে গো, ভাঙিলে অভিমান হায় হায়।ক্ষীণ হাতে জ্বালা ম্লান

কাঞ্চনপুর-রহস্য || Adrish Bardhan
কাঞ্চনপুর-রহস্য হত্যা সম্বন্ধে সাধারণের আগ্রহ প্রায়ই দেখা যায় ভ্রমাত্মক অথবা

রাজা সলোমনের আংটি || Syed Mustafa Siraj
রাজা সলোমনের আংটি এক জুলাই মাসের সেই সন্ধ্যাবেলায় টিপটিপ করে

রায়বাড়ির প্রতিমা রহস্য || Syed Mustafa Siraj
রায়বাড়ির প্রতিমা রহস্য ভদ্রলোক ঘরে ঢুকে কর্নেলকে নমস্কার করলেন। নমস্কারের

পায়রাকুঠীর রহস্য || Adrish Bardhan
পায়রাকুঠীর রহস্য আসলে বাড়িটা সাহেব বাড়ি। অনেককাল আগে যখন সাহেবরা

সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা || Rabindranath Thakur
সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা —মোরা সুরের কাঙাল, এই

তুরুপের তাস || Syed Mustafa Siraj
তুরুপের তাস এক কাগজের খবর অক্টোবর মাসের এক অত্যুজ্জ্বল রবিবারের

তুমি সন্ধ্যার মেঘ || Sharadindu Bandyopadhyay
শকাব্দের দশম শতকে প্রথম পরিচ্ছেদ এক শকাব্দের দশম শতকে ভারতের

গানে গানে তব বন্ধন যাক টুটে || Rabindranath Thakur
গানে গানে তব বন্ধন যাক টুটেরুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে

তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও || Rabindranath Thakur
তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়–জাগরণের

বন্ধ করো হানাহানি || Sanjit Mandal
বন্দুকের নলটা ঘোরাওঘোরাও নিজের দিকে;এই যে তুমি,হাঁ, তোমাকেই বলছি ওহে

ব্লেড, ক্রিম আর ঘুমের বড়ি || Adrish Bardhan
ব্লেড, ক্রিম আর ঘুমের বড়ি কর্মজীবনের প্রথম গুরুত্বপূর্ণ কেসটিকে কোনও

অলৌকিক || Hemendra Kumar Roy
অলৌকিক এক ইনস্পেকটর সুন্দরবাবু। নতুন নতুন খাবরের দিকে বরাবরই তাঁর

ডাক্তারবাবু নমস্কার || Tarapada Roy
ডাক্তারবাবু নমস্কার ডাক্তারবাবুদের কথা বলতে গেলে সাতকাহন। ছয়কাহন আগেই বলা

আজি যত তারা তব আকাশে || Rabindranath Thakur
আজি যত তারা তব আকাশেসবে মোর প্রাণ ভরি প্রকাশে॥নিখিল তোমার

পথ চেয়ে যে কেটে গেল || Rabindranath Thakur
পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাতে,আজ তোমায় আমায়

ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ || Rabindranath Thakur
ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ,আমি মর্মের কথা অন্তরব্যথা কিছুই নাহি কব–শুধু

সেই তো বসন্ত ফিরে এল || Rabindranath Thakur
সেই তো বসন্ত ফিরে এল, হৃদয়ের বসন্ত ফুরায় হায় রে।সব

যেতে যেতে একলা পথে নিবেছে || Rabindranath Thakur
যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি।ঝড় এসেছে, ওরে, এবার

এ মোহ-আবরণ খুলে দাও || Rabindranath Thakur
এ মোহ-আবরণ খুলে দাও, দাও হে ॥সুন্দর মুখ তব দেখি

অন্ধজনে দেহো আলো || Rabindranath Thakur
অন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ–তুমি করুণামৃতসিন্ধু করো করুণাকণা দান

ব্ল্যাক প্যান্থার রহস্য || Syed Mustafa Siraj
ব্ল্যাক প্যান্থার রহস্য সেবার অক্টোবরে ধরমতাল হ্রদ দেখে লোহাগড় ফেরার

দেখো দেখো দেখো শুকতারা || Rabindranath Thakur
দেখো দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়প্রভাতের কিনারায়।ডাক দিয়েছে রে

আঁধার কুঁড়ির বাঁধন টুটে || Rabindranath Thakur
আঁধার কুঁড়ির বাঁধন টুটে চাঁদের ফুল উঠেছে ফুটে॥তার গন্ধ কোথায়,