জীবনের অঙ্ক গুলো মেলাতে পারি নি, পারিনি দর কষাকষি হিসেব নিকেশের দাম বুঝে নিতে!
অঙ্কে কাঁচা, মননে কাঁচা, যোগ, বিয়োগে কাঁচা অবশেষে গুন ফল, ভাগ ফলে এসে মেলাতে পারি নি কোনদিন।
বুঝতে পারি নি কথার চাটুকারিতা
কোনটা যে কথার কথা আর কোন টা মনের কথা আজও বুঝতে পারি নি।
ভালোবাসা কে গুন করতে গিয়ে, জীবনের যোগফল গুলো নোনা জলের স্পর্শে বিয়োগ হয়ে গেছে যেন কেমন করেই!
কী পেলাম,আর কী পেলাম না তার হিসেব মেলাতে, এই মন চায় নি। বুঝতে চাই নি প্যাঁচ কষা অলি গলির বীজগণিতের জটিলতা।
আবেগী মন, দুকুল জল ভরা চোখ, ফুলের ভাষা, শিশুর মুখের সারল্য ভরা হাসি, জ্যোৎস্না ভরা চাঁদ, দেখতে বড্ড ভালোবাসি।
মস্তিষ্কের ভাষা নয়,পড়েছি হৃদয়ের ভাষা।নদীর এলোপাথাড়ি স্রোতে খড়কুটোর মতো ভেসে গেছি, এ বুকে আখ্যা ” বোকা” তকমা লাগিয়ে।
তবু ভুলে ভরা জীবনে, কষ্ট গুলোকে যোগ করে ভালোবাসার পথ ছেড়ে চকমকি পথে হেঁটে যেতে পারি নি।
একদিন সময়ের ডাক আসলে চালাক,সরল সকলকেই যেতে হবে। চালাক চিরতরে বিদায় নিলে, সরলতা মানুষের মনের মধ্যে রয়ে যাবে।