ষাটের বয়স তবু সবুজ
মন যে ছুটে চলে,
শৈশব কৈশোর ডাক দিয়ে যায়
কত কথা বলে।
দুপুর বেলা জটলা করে
গাছের তলায় বসে,
এলো চুলে বিলি কাটে
আরাম ধরে কষে।
নৌকা দেখে হেঁকে ওঠে
মাঝি ভায়া থামো,
বৈঠা খানি আমায় দাওগো
তুমি এবার নামো।
মনটা ভাসে নদীর মাঝে
ভাটিয়ালি সুরে,
ছেলেবেলার স্মৃতি গুলো
আসে ঘুরে ঘুরে।
বয়স একটা সংখ্যা মাত্র
ভাবছে ষাটের বুড়ো,
ডিঙোতে চাই পাহাড় পর্বত
বলছি তোমায় খুড়ো।