ছাত্র ছাত্রী পড়ার নেশায়
বই পাড়াতে এসেছে,
মগ্নতা দোঁহে সাহিত্য খোঁজে
পড়ার মাঝে ভেসেছে।
পুস্তক থরে তাকেতে সাজানো
নবীন ঢঙে রাঙানো,
এদাকে আসুন দাদা দিদি সব
চলছে কান ভাঙানো।
দরকারি পুঁথি আছে যত সব
দোকান জুড়ে ভরেছে,
নেবে কত নাও টাকা গুনে দাও
পরানখানি ধরেছে।
পুরানো কিতাব আছে পথ জুড়ে
ফুটপাতের কোণেতে,
গরিব ছাত্র হাঁটু গেড়ে বসে
ডাকে বন্ধু ফোনেতে।
অল্প বয়সী প্রেমিক প্রেমিকা
পড়ার ফাঁকে মেতেছে,
প্রেমের কাহিনি কিনবে আজকে
আসনখানি পেতেছে।
কল্প লোকের ফ্যান্টাসি যত
রঙিন বই মাঝারে,
জন্মদিনেতে উপহার দেবে
যতই মুখ ব্যাজারে।