মহানগরীর বুকে কত দৃশ্য
বিচারের বাণী কাঁদে,
গাড়ি ভর্তি যাত্রী নিয়ে পথ চলা
যত মাল রাখে ছাদে।
ঘন্টি বাজে থামো বলে তবু চলে
ধাক্কা মেরে নামো বলে,
মাতা কন্যা পড়ে নীচে বাস থেকে
যদি যেতো চাকা তলে।
খালাসি বাবাজী সময়ে সতর্ক
থেকো তুমি দড়ি ধরে,
বিপদের সীমা কারো জানা নাই
মানো দেখি প্রাণ ভরে।
জীবনের দাম সব থেকে বেশী
আস্তে চলো পথ ভরে,
শান্তি থাক মানুষের মনে সদা
বাসে ট্রামে ট্রেনে চড়ে।
অসতর্কে জীবনের ঝুঁকি থাকে
পথে পরে থাকে দোঁহে,
সাহায্যের হাত আসে অবশেষে
মাতা কন্যা রহে মোহে।
ভগবান নারায়ণ ছদ্ম বেশে
মানবের রূপ ধরে,
অসহায় প্রাণে জীবন সঞ্চার
স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।