ললাটে সিঁদুর ধরি নব বধূ রূপে
বিবাহ সম্পন্ন হলো রাতে,
চন্দন চর্চিত মুখ নববধূ লাজে
গহনার বিভূষণে মাতে।
লাল বেনারসি অঙ্গে শরমে ললিতা
লোচনে লাল চাহনি টানে,
শুভদৃষ্টি চারিচক্ষে অগ্নির সম্মুখে
ভালো লাগার আবেশে মানে।
বিবাহ কানুনে হেসে লাজ ধরে হাতে
অগ্নিশিখায় ছড়িয়ে ধারা,
সপ্তপদী মন্ত্র বলে শপথের তলে
নবীনা তণ্বী আনন্দে হারা।
ভালোবাসার বন্ধনে এঁকে দিল জোড়ে
জীবনতরী চলেছে বেয়ে,
সুখী দম্পতি দোঁহের মাঝে রবে শান্তি
সুখ সমৃদ্ধি মায়ায় ছেয়ে।
পিতৃগৃহ যাবে ছাড়ি শ্বশুর বাড়িতে
কান্না ঝরে পরে কন্যা গালে,
শঙ্খধ্বনি উলু হবে নবোঢ়া বরণ
ধান দূর্বা বর দেবে ভালে।
হিন্দুমতে লক্ষ্মী ঘরে বধূ সাথে আসে
ধন সুখ বৃদ্ধি পাবে মানে,
অগ্নিসাক্ষী করা বধূ সম্মান বাড়াবে
উত্তরসূরি আনবে জানে।