জীর্ণ হবার আশঙ্কাতেই হঠাৎ করে হারিয়ে আবার
আমার মনে নতুন করে ফুটতে চাও ,
বুঝেও কেন জিইয়ে রাখি জোর অভিমান জিওলজলে
অবুঝ ঘুমের জ্ঞানপাপীকে জাগিয়ে যাও ।
সময় সমের ফাঁকের আড়ি আসলে
তো সত্যি নয় ,
ভাবের আঙুল উপচে এসে ঠিক
সরাবে পলির ভয় ।
পলি হলেও আরও ভালো
বীজ ফলাবে আলোর ফুল ,
তোমার গড়া আঁধার শোকে
শুকিয়ে যখন আসবে মূল
মেঘনা মেঘে গলবে তোমার
একশো আষাঢ় বৃষ্টি চুল ।
দৃষ্টি ছোটে মাছ বাজারে
দৃষ্টি তোমার ব্যাঙ্কে যায় ,
দৃষ্টি গাঁথে শব্দমালা
দৃষ্টি জুড়ায় ঘুম এলে ,
দৃষ্টি জাগে কলিঙ বেলে
রান্না এসে সাঁতলে যায় ,
ছুটতে ছুটতে ক্লান্তি হারায়
মনের মতন মন পেলে ।
দূর দূরে নয় , ভাবলে দুজন একসময়ে একসাথে
বোস্টনে হোক , কিংবা ব্রজে , দূরত্ব পান একপাতে।