জীবন যজ্ঞের আগুনে আক্ষেপের ঘি
ছুঁড়বো কী ছুঁড়বো না ভাবতে ভাবতেই
ভাবনার ছিলা ছিঁড়ে ঢুকে পড়ে বসন্তের বান ।
আমি ভেসে চলি তৃপ্ত নদীর সখ্যতা সুখ
সঙ্গ পেতে প্রতিদিন উত্তরজন্মের দিকে ।
পুরোনো সূর্যের শ্বাস যেভাবে নতুন হয়
উৎসের আরণ্যক ভোরের আশ্বাসে ,
স্রোতের বিচ্ছেদ শোক শেষ নয় জেনে
জোয়ারের ক্ষেতে ফোটে চাঁদের চন্দ্রিমা ,
সেইভাবে আমি ও আমার অনুভব সাথী সব
ইতিমধ্যে পড়োপড়ো জীবনের গায়ে
অপূর্ণ জিনগন্ধ ভুলে কতবার মৃত্যুর মুকুলে
জেগেছি , কেউ কী গুনেছি বাল্মীকি !