কোনও কোনও শুকনো রাতের পাঁজর ঘিরে
শোনা যায় অ-লেখা কবিতার নাব্য নূপুরপাত ।
সৃজন সময়ের খড়ি-ওঠা শরীরে
স্বস্তির বিদ্যুৎ বৈশাখী বান ডেকে আনে ।
নাইবা পেলো সাজানো বর্ণমালা
হরফের পাঁচতারা পিঁজরাপোলে স্বর্ণ দানাপানি ,
মনে মনে মন ঠেলে দিলে
কুড়িয়ে আনতে পারি কীটস্ এর প্রেমিকা হৃদয় ।
একটি শ্রুতির বীজ মুখে মুখে মিথ কুঁড়ি হয়ে
সারা পৃথিবীর অনুভব ফুল হতে পারে ।
মুক্ত ভাবনারা একবার লিপিবদ্ধ হলে
আড়ে ও বহরে বরফ আর আগুনের
ভূর্জপত্র , কবি ।