কতটা অতীত তৃষ্ণার উড়ন্ত আঁতুড়ে
পদে পদে পোয়াতি মেঘেরা বিয়োলে
নিভে যায় অশ্বত্থামা জীবনের খনন যন্ত্রনা !
আস্ত সত্য স্বাদ পেতে শেকড় সন্ধান রোগ
রোমে রোমে পুঁতে রাখা কী ভীষণ
মানব নিয়তি ভ্রম , বলো সফোক্লেস !
উথলে ওঠা সময়ের সর পড়া সুখ
টুকরো টুকরো শোকের ঠুনকো ঠোক্করে
বাসি বাসি টক টক গন্ধে ঢেকে যায় ।
যেন কোনও দিন ফোটেনি সকাল বোধ
শুয়ে থাকে বিষাদের বিছানায় চুপ !
মহান উত্থান শেষে আংশিক কিংবা
পূণ্য পতনপাতে প্রস্তুত থাকাই সভ্যতা ।
মহাজীবনের স্বরলিপিকার ব্যাসের দর্শন বুকে
অতঃপর দ্বৈপায়ন দ্বীপের ঘন কুয়াশায়
আর কতবার জন্ম নিলে
প্রশান্তির জন্মজিন পাবো , তথাগত !