আরও কতো পরিচিতি পেলে হবে পুরো ?
আস্ত পৃথিবী গিলে মনে হবে দুরো !
শংসার হাওয়া খেতে ছায়াপথে যাবে ?
হাওয়াহীন কালো গুহা কীট ভেবে খাবে !
তারচেয়ে মজে থেকো মনে মন মদে
‘ মধু’র উপমা ছুঁয়ে ফোটো কোকনদে ।
ভাটার বিষাদ বুকে খালি থাকে নদী
জোয়ারী জোয়ার এসে ভরে দেয় যদি !
আশা থাক আকাশের মেঘে মাঝামাঝি
বৃষ্টির ছিটে পেলে থৈ থৈ সাজি ।
প্রতিভার পাল তুলে চেষ্টার দাঁড়ে
পরিচিতি নিজে আসে জীবনের আড়ে ।
ঝড়ে ফোলা বৈশাখী মুছে ফেলে কাল
বাতাসের মতো হও খুশির সকাল ।