মনে মনে সংলাপ প্রকাশ্যে ছয়লাপ হলে
জেগে উঠে লজ্জা পেতো সুদীর্ঘ সরস্বতী স্রোত ।
ভাবনার ভগ্নাংশ লেখার ফাঁক গলে
বেরিয়ে যায় শব্দের ভ্রুণ বোঝাই মস্ত মালগাড়ি ।
অপক্ক রসের দানার মতো ঘুরপাক খাচ্ছি
আসলে একই অক্ষর ভূমিকার ভুলভুলাইয়ায় ।
আজও মূল কথার সূচীপত্রের পাশে
দাঁড়াতে পারলাম কই !
যা বলেছি এতকাল
শুনে শুনে ভনিতারও কান পচে গেছে ।
কবে আমি দ্রাক্ষালতার মতো মাতাল মাচানে
প্রথম পৃষ্ঠার কবিতার ছায়ায়
মনের সংলাপ গেঁথে হুবহু নাট্যমঞ্চ সাজাবো !