কী এমন হলো , কী এমন হলো
হলো এমন কী ভুল !
ঠিক করে নেবো , ঠিক করে নেবো
নেবো করে ঠিক মূল ।
কীভাবে করবে , করবে কীভাবে
মূলের মাটিকে চেনো ?
রস খুঁজে চলো , চলো খুঁজে রস
রস মজে গেলে ধেনো ।
হয়েছো মাতাল , মাতাল হয়েছো
সব ভুলে গিয়ে সুখী ,
জোয়ার এসেছে , এসেছে জোয়ার
ভাটার বিষাদে দুখী ।
দূরে গেলে মন , মন গেলে দূরে
কীভাবে ফেরাবে কাছে ?
যে ভুল হয়েছে , হয়েছে ভুল যে
খেলো গাছে চিলে মাছে !
অতএব এসো , এসো অতএব
সন্ধির মাঝামাঝি ,
কিছু কিছু ছেড়ে বিয়োগের ভাবে
যোগফলে সুখ ভাঁজি !