প্রশ্বাস ছেড়ে যাওয়া মানুষটির সঙ্গে
এই প্রথম
পুড়ে যাচ্ছে ঈর্ষা ক্রোধ লোভ অহঙ্কার
এবং যাবতীয় অতৃপ্তির অশান্ত অসুখ ।
তৈরি করা বৈরীদল আর স্বয়ংক্রিয় দলমাদল বল
ভুলে গেছে বিগত বৈরীতা ।
সকলেই উপুড় হস্তে অর্পণ করছে শোকশব্দ ফুল ।
চিতার ভিতরে ও বাইরে তৈরি হয়েছে
একান্নবর্তী ভালোবাসার বিজন বলয় ।
প্রত্যেকের অদাহ্য নাভিকুন্ড থেকে
ছড়িয়ে পড়ছে কাঁট ছাঁট স্মৃতির সুগন্ধি শিশির ।
এ মধুময় সন্ধির মাহেন্দ্রক্ষণে
পরিবাহী মানুষের বিচ্ছিন্ন মস্তিষ্কও
অমৃতের অনন্ত বৃন্তে
‘ তবুও মানব ‘ হয়ে ফুটেই চলেছে , ইবলিশ ।