যে বয়সে যেমন চলা
পারছি তেমন কই !
ডি এন এ সাপ চড়ার মুখে
সরিয়ে নিচ্ছে মই ।
এটা উচিত , সেটা উচিত
উচিত শব্দে ঘাম ,
লুকিয়ে লঘু একলা ভীড়ে
হচ্ছি সর্বনাম ।
বদলে গেছে নামের ধরণ
বিভিন্ন তার ডাক ,
ডাকের বৃত্তে চড়ক কাঁটা
স্ব-কেন্দ্রে মৌচাক।
কেমন করে কমছে পারদ !
পুড়ছে জ্বরে গা ,
উভয় চরে ঘুরছে সময়
ফাঁকের ভিতর পা ।