কখন ও কীভাবে বদলে যায়
জীবনের দ্রাঘিমার দিক
জন্মযোনীরও গ্রীনিচ প্রতিভা জানে না
ঢং ঢং হেঁটে চলে শব্দহীন উদাসীন সময়ের পদ
আমরা ছিটকে ছুটি অজানিত সুখের বন্দরে
এক আশ্চর্য আলোর জাহাজে চড়ে
ইডেন সাগরদ্বীপে আনন্দের স্বপ্ন বোনার
আহাম্মক স্বপ্ন দেখে যাই
যে অশ্বশিরার বুকে টগবগে দুপুর দাপাতো
খটখটে শূন্যতার ঠুনকো ঠোক্করে
শীত শীত শীতশীষে ছায়াশায়ী শোকপায়ী ঘুম
তবুও শেষের শেষে আগামী অরণ্য বীজে
বিশুদ্ধ সত্যের মতো শুদ্ধ হবো বলে’
নোঙর মায়ার মূলে আজও জন্মাই