কালস্রোত বহে যায় জীবনের ধুসর পাতায়
সুখ স্মৃতি থেকে যায় হারানো হিয়ায়,
যা আছে আজকে দামী কাল সে তো পুরাতনী
ধুসর পাণ্ডুলিপি জমে স্মৃতির পাতায়।
রূপ গর্ব ধন মান লক্ষ কোটি গুণগান
সবই তো প্রবাহমান জীবন খাতায়,
ভূরিভোজ বিলাসীতা সোহাগী সুবর্ণলতা
কাল গর্ভে চলে যায় সবই শুনশান।
বৃথা চিন্তা যত করি সুখ নিদ্রা পরিহরি
দিন যায় রাত আসে জীবনে সবার,
কিছু স্মৃতি থেকে যায় অন্ধকারে ভাগ্যোদয়
কেউ হাসে কেউ কাঁদে বিলম্বিত লয়।
জানি যে সে খায় চিনি তা জোগায় চিন্তামণি
সব চিন্তা তারই জানি দিন চলে যায়,
বিড়ম্বিত ভাগ্য হলে সবই বৃথা যায় চলে
জীবনের পাণ্ডুলিপি ধূসরিত হয়।
তাই ডাকি দীননাথ যাচি তব আশীর্বাদ
সংসার জীবন যেন হয় শান্তিময়,
পূজি তাই দীন বেশে এ জীবনে কেঁদে হেসে
তোমারে পূজিতে যেন বিলম্ব না হয়।
ধূসরিত পাণ্ডুলিপি যত সাবধানে লিখি
তোমার আশিসে যেন পূর্ণতা সে পায়,
দিন আনি দিন খাই কি করে যে দেখা পাই
অন্তিম সময়ে ঠাঁই দিও দয়াময়।।